প্রতিধ্বনি টাইমস ডেস্ক:
জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আগামী ৫ আগস্ট এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ওই মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুলাই) বাদ এশা রাজধানীর ডেমরার একটি অভিজাত রেস্তোরাঁয় এক দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শাইখুল হাদীস হাফেজ মাওলানা ইউনুছ ঢালী। সভা যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও ডেমরা থানা শাখার যুগ্ম সম্পাদক মুফতী জিল্লুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ কাশফি
কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর
মহানগর সহসভাপতি মুফতি নোমান আল হুসাইনী
যুগ্ম সম্পাদক মাওলানা ইমরান হুসাইন শরীয়তপুরী
আলহাজ্ব এম. এইচ. মোস্তফা
ডেমরা থানা সভাপতি মুফতী মাসুম বিল্লাহ হামিদী
কদমতলী থানা সভাপতি মুফতি সাঈদ আহমাদ
শ্যামপুর থানা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম
বংশাল থানা সভাপতি মুফতি নোমান কাসেমী
মো. ইমদাদুল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান, আল আমিন মুন্সী, মিজানুর রহমান প্রমুখ।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের ৪নং জোনের আওতাধীন যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, ওয়ারী, শ্যামপুর ও বংশাল থানার দায়িত্বশীল ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভায় মাহফিল সফল করতে বিভিন্ন কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয় এবং সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

Post a Comment