সর্বশেষ খবর

Top News

ডাকসু নির্বাচনে ইশা-শিবির জোট হলে পাল্টে যাবে ভোটের সমীকরণ

আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। সব ছাত্র সংগঠন ইতোমধ্যেই তাদের প্যানেল ঘোষণা করেছে। গতকাল (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ইশা’র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মূল আলোচনায় রয়েছে তিনটি বড় ছাত্র সংগঠন — ছাত্রদল, শিবির ও ইশা। 🔹 ছাত্রদলের বিপরীতে শিবির–ইশা যৌথ প্যানেলের দাবি উঠছে। 🔹 ইশা’র সাবেক সভাপতি ও তুখোড় ছাত্রনেতা জামাল উদ্দীন খালিদ ঘোষণা দিয়েছেন পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে লড়াইয়ের। অপর দিকে ইশার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এ নেতৃত্বেও একটি পুর্নাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন 📊 রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন— 👉 ইশা ও শিবির যদি বোঝাপড়ার মাধ্যমে যৌথভাবে নির্বাচনে নামে, তবে ডাকসুর ৮০% পদে জয় নিশ্চিত হতে পারে। 👉 এমন জোট শুধু ঢাবি রাজনীতিতেই নয়, বরং জাতীয় রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করবে। 👉 এতে আইএবি ও জামায়াত আরও ঘনিষ্ঠ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইশা–শিবির জোট নিয়ে তোলপাড় চলছে। এখন সবাই শেষ কাহিনি দেখার অপেক্ষায়....

Post a Comment

Previous Post Next Post