Top News

কুতুবখালীতে খালের ময়লা ও পানি নিষ্কাসনের দাবিতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত।


 কুতুবখালী খালের ময়লা ও পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনের গাফলতির বিরুদ্ধে ও পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব বসবাস উপযোগী যাত্রাবাড়ী গড়ে তোলার দাবিতে 'মানববন্ধন' করে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন 


উক্ত মানববন্ধনে আলোচকগণ বলেন স্বৈরাচার আমলেও যেভাবে যাত্রাবাড়ী অনুন্নত ছিল এখনও ঠিক সেভাবেই রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের রণক্ষেত্র যাত্রাবাড়ীর সঙ্গে আর কোনো উন্নয়ন বৈষম্য সহ্য করা হবে না বলে মন্তব্য করেন 

 কুতুবখালী থেকে ধোলাইপাড় খালের ময়লা পরিষ্কার ও পানি নিষ্কাশন করে যাত্রাবাড়ীকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বসবাস উপযোগী নগর হিসেবে গড়ে তুলতে হবে আহবান জানান। 


উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন এর যুগ্ম আহবায়ক সিফাতুল্লাহ বিন হাবিবি, সংগঠক এম হাসিবুল ইসলাম, ও সহ মিডিয়া সেল সমন্বয়ক তারিক আল হুসাইন সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post