Top News

বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা


 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ মুহাম্মদ আবুল কালাম আজাদ রোববার (১৩ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল-৫ (সদর ও বাকেরগঞ্জ) আসনে এবং কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরকে বরিশাল-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।


অন্যদিকে বরিশাল-১ আসনে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, বরিশাল-২ আসনে সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নেসার উদ্দীন এবং বরিশাল-৩ আসনে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


দলীয় সূত্র জানায়, গত কয়েক মাস ধরে বরিশালের প্রতিটি উপজেলা সদরে প্রতিনিধি সভা করে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী আন্দোলন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামত ও সমর্থনের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।


বিশেষভাবে উল্লেখযোগ্য, বরিশাল-৫ (সদর) আসনে শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মনোনয়ন অনেক আগেই নিশ্চিত ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post