ঢাকা, ১৪ জুলাই ২০২৫ (সোমবার):
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মজনু সাহেবের অশালীন ও হুমকিসুলভ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
সোমবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "রাজনীতিতে যৌক্তিক সমালোচনা একটি শিল্প এবং সৌন্দর্যের অংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজি নিয়ে যুক্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের পাল্টা যুক্তিযুক্ত সমালোচনা বিএনপি করতে পারত, কিন্তু তারা আদর্শিক লড়াই না করে বরং ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছে।"
তিনি আরও বলেন, “বিএনপি চাঁদাবাজ ও দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ না করে বরং অশালীন বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। চাঁদাবাজবিরোধীদের দমন করেই আজ বিএনপি প্রমাণ করছে, তারা প্রকৃত অর্থে কার পক্ষে। এর ফলে চাঁদাবাজরা আরও উৎসাহিত ও বেপরোয়া হয়ে উঠবে।”
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, “মজনু সাহেবের বক্তব্যে পুরো জাতি আজ অবাক ও বিস্মিত। আমরা আশা করি বিএনপির শীর্ষ নেতৃত্ব এ বক্তব্য প্রত্যাহার করবে এবং তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে যথাযথ অবস্থান গ্রহণ করবে।”
Post a Comment