সর্বশেষ খবর

Top News

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ—মুফতী মনিরকে শোকজ করল জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, বিগত কয়েক মাসে বিভিন্ন সময় তার কিছু বক্তব্য ও কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে পূর্বে মৌখিকভাবে সতর্ক করা হলেও তার আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন পরিলক্ষিত হয়নি বলেও কমিটি জানিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, তার বক্তব্য ও কর্মকাণ্ডে দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা ব্যাহত হয়েছে। কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে তাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রদান করা হয়েছে। প্রাপ্ত নোটিশের পরবর্তী ১০ দিনের মধ্যে সংগঠনের সভাপতি বরাবর জবাব দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না এলে বা প্রাপ্ত জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিটি জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post