ঘোষিত তালিকায় যারা রয়েছেন, তাঁরা সবাই বিভিন্ন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দায়িত্বশীল, কর্মঠ ও তৃণমূলভিত্তিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁদের সামাজিক গ্রহণযোগ্যতা, দাওয়াতি কার্যক্রম এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত প্রার্থীদের তালিকা (ময়মনসিংহ জেলা):
ময়মনসিংহ-০১: অ্যাডভোকেট জিল্লুর রহমান
ময়মনসিংহ-০২: মুফতী গোলাম মাওলা ভূঁইয়া
ময়মনসিংহ-০৩: মাওলানা আইয়ুব আলী নূরানী
ময়মনসিংহ-০৪: অধ্যাপক ডা. মুহা. নাসির উদ্দীন
ময়মনসিংহ-০৫: মুফতী সিরাজুল ইসলাম
ময়মনসিংহ-০৭: মাওলানা ইব্রাহীম খলীল
ময়মনসিংহ-০৮: মুফতী হাবিবুল্লাহ ময়মনসিংহ-০৯: মুফতী সাইদুর রহমান
ময়মনসিংহ-১১: মুফতী মোস্তফা কামাল কাসেমী
দলীয় সূত্রে জানানো হয়, এ তালিকা এখনো চূড়ান্ত নয়। মাঠপর্যায়ের তথ্য যাচাই ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে পরে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,
"আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনমুখী হচ্ছে। আমরা সকলের কাছে আমাদের প্রার্থীদের জন্য দোয়া ও সমর্থন কামনা করছি। আসুন, দ্বীনদার, আদর্শবান ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।
---
✍️ প্রতিবেদক | প্রতিধ্বনি টাইমস
Post a Comment