Top News

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ l

 মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

সংগ্রহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) বিকাল ৪ টায় হাটখোলা জামে মসজিদ চত্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা জামে মসজিদ চত্তরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, চাঁদার টাকা না দেওয়ায় যুবদল নেতাকর্মীরা মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে। পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার পর তার নিথর দেহের উপর বর্বর নৃত্য চালানো হয়। এ ঘটনা আইয়্যামে জাহিলিয়াতের নির্মমতা মনে করিয়ে দেয়। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও বিএনপির দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি, জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post