প্রতিধ্বনি টাইমস ডেস্ক
ঢাকার সোহাগ হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফুলপুর বাস-স্টেশন প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নজরুল ইসলাম উসমানপুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মিনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সোহাগ হত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একটি স্বাধীন দেশে এভাবে প্রকাশ্যে কাউকে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সরকারের প্রতি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সোহাগ হত্যার বিচার না হলে দেশের প্রতিটি উপজেলায় গণআন্দোলনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলা হবে।
Post a Comment