Top News

নিহত জামায়াত নেতা আবু সাঈদের লাশ গ্রহণ করল ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

ঢাকা অভিমুখে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ। শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে ভাঙ্গা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।


জানা যায়, দাকোপ থেকে বাসে রওনা হয়ে রাত ৩টার দিকে ভাঙ্গা এলাকায় যাত্রী বিরতিতে নামেন মাওলানা আবু সাঈদ। এ সময় পিছন থেকে একটি দ্রুতগতির রয়েল পরিবহনের বাস এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হন।


মাওলানা আবু সাঈদের মৃত্যুর সংবাদ পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দ দলীয় কর্মীদের নিয়ে মরহুমের লাশ গ্রহণ করতে পানখালী ফেরিঘাটে অবস্থান নেন। ইসলামী আন্দোলন দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মরহুমের লাশ গ্রহণ করে মটরসাইকেল বহরসহ চালনা আলিয়া মাদ্রাসায় পৌঁছে দেন।


পরে মরহুমের গোসল, জানাজা এবং দাফনের কার্যক্রম সম্পন্ন করা হয়। জানাজা অনুষ্ঠিত হয় আসর নামাজের পর চালনা বিল্লালিয়া মাদ্রাসা মাঠে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


ইসলামী আন্দোলনের যেসব দায়িত্বশীল ব্যক্তিবর্গ মরহুমের লাশ গ্রহণ ও জানাজায় উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আলহাজ্ব শফিকুল ইসলাম, মাওলানা মহসিন আলম মাহবুবী, মাওলানা আব্দুল কুদ্দুস, হাফেজ আব্দুল কাদের, কারী আবু ইউসুফ, মাস্টার রফিকুল ইসলাম, আলহাজ্ব আবু দাউদ, মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা লোকমান ফকির, এস এম সাজিদ, মো. আখতার হোসেন, মুফতি ফেরদাউস হোসাইন, মাওলানা বিল্লাল হোসেন আশরাফী প্রমুখ।


মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।

 

Post a Comment

Previous Post Next Post