ঢাকা, ২১ জুলাই: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে দেশের সব বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২১ জুলাই) রাতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত প্রত্যেক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। সেই লক্ষ্যে দেশের সব বেসরকারি হাসপাতালকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য বলা হয়েছে।”
এছাড়াও গুরুতর অবস্থায় থাকা কোনো রোগীকে চিকিৎসা দিতে অপারগ হলে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ২০ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও পুলিশ সদস্যরা। আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি এই উদ্যোগ দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
PROTIDHONI TIMES 24
Post a Comment