ঢাকা, ৩০ জুলাই:
মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের নামে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের বিদেশি চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা এ অভিযোগ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "নানা ছল-চাতুরীর মাধ্যমে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ছাত্রসমাজ এসব ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।" তারা আরও জানান, অবিলম্বে এ চুক্তি বাতিল না হলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "সরকার যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তবে এর পরিণতি হবে জুলাই অভ্যুত্থানের মতো ভয়াবহ।" তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল মহলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মানবাধিকার ও পররাষ্ট্রনীতির প্রশ্নে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
Post a Comment