সর্বশেষ খবর

Top News

পতিত স্বৈরাচার উৎখাত দিবস পালনে ইসলামী আন্দোলনের দিনব্যাপী কর্মসূচি


 আগামী ৫ আগস্ট মঙ্গলবার পতিত স্বৈরাচার উৎখাতের এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দিনটি তারা পালন করবে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন, আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ এবং আগামীতেও দেশকে যেকোনো স্বৈরাচার থেকে মুক্ত রাখার প্রত্যয় নিয়ে।


দলটির আমির ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসেনানী পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত থাকবেন।


ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচির শুরু হবে সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম এবং বিশেষ বক্তা হিসেবে থাকবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।


সমাবেশ শেষে দুপুর ১২টায় একটি গণমিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।


দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে। এই অনুষ্ঠান চলবে মাগরিব পর্যন্ত।


মাগরিবের নামাজের পর শুরু হবে মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখ আহমাদুল্লাহসহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম।


ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশবাসীকে কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে এবং আগামীতেও ইসলাম, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Post a Comment

Previous Post Next Post