জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রি ১ জিবি ইন্টারনেট দেবে সরকার
দেশের সব মোবাইল ফোন গ্রাহক আগামীকাল শুক্রবার, ১৮ জুলাই পাচ্ছেন এক জিবি ফ্রি ইন্টারনেট। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ দিনকে "ফ্রি ইন্টারনেট ডে" ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
এই ফ্রি ইন্টারনেট পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল ১৬ জুলাই বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনস্বার্থে ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে মোবাইল অপারেটরদের গ্রাহকদের মাঝে ফ্রি ইন্টারনেট সরবরাহে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা দেওয়া হয় ৯ জুলাই।
📲 যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট:
👉 গ্রামীণফোন+স্কিটু (GP): *121*1807#
👉 রবি+ এয়ারটেল (Robi): *4*1807#
👉 বাংলালিংক (Banglalink): *121*1807#
👉 টেলিটক (Teletalk): *111*1807#
👉রাইজি *121*6*7#
Post a Comment