Top News

মিথ্যা মামলার বিরুদ্ধে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের প্রতিবাদ


 বাংলাদেশের সুপরিচিত আলেম, গবেষক ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, ইসলামী বক্তা আসিফ আদনান এবং লেখক-গবেষক যাকারিয়া মাসুদের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।


সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে—“এই মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো। এটি কেবল ব্যক্তি আক্রমণ নয়; বরং দেশের ইসলামপন্থী ছাত্র ও ওলামা সমাজকে দমন করার কৌশল। ইসলামী নেতৃত্বের মর্যাদা ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এধরনের হয়রানি চালানো হচ্ছে।”


বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরণের অন্যায্য হয়রানি বন্ধ না হলে ইসলামপন্থী ছাত্র-যুবসমাজ ও ওলামা-মাশায়েখ নীরব থাকবে না। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাই—এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনতে হবে।

Post a Comment

Previous Post Next Post