খুলনা সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী আল্লামা আব্দুল আউয়াল....
খুলনায় সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা মেয়র প্রার্থী আব্দুল আউয়ালের আদালতে অভিযোগ পত্র দাখিল
খুলনা সিটি নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবীতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত ১২ জুন’ ২০২৩ এ অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল কে বিজয়ী দেখানোর আরজি জানিয়ে রবিবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় খুলনা যুগ্ম – জেলা জজ ১ম বিচারক মোঃ খোরশেদ আলমের আদালত ও নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বাদী হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ১২ জুন;২০২৩ এ হামলা-মামলার মধ্যে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় এবং বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধোর করে বের করে দেয়া হয়। সারাদিন আতংক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী জনাব তালুকদার আব্দুল খালেক ১৫৪৮২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৬০০৬৪ ভোট দেখিয়ে ২য় দেখানো হয়। প্রকৃত পক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো।
জনতার সাথে কৃত এই জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১ এর ৯১ বিধির বিধানের অধিনে জনাব আব্দুল খালেকের ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আরজি জানানো হয়। মহামান্য আদালত আগামী ২৮ শে মে শুনানির দিন ধার্য করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ও সিনিয়র নেতৃবৃন্দ।
Post a Comment