Top News

আইন কি সবার জন্য সমান? নাকি কেউ কেউ ছাড়পত্র নিয়ে আসে?: আবু বকর সিদ্দিক

আইন কি সবার জন্য সমান? নাকি কেউ কেউ ছাড়পত্র নিয়ে আসে?: আবু বকর সিদ্দিক : কেন্দ্রীয় পর্ষদ সদস্য, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন।
আইন কি সবার জন্য সমান? নাকি কেউ কেউ ছাড়পত্র নিয়ে আসে? একই আদালত। একই নির্বাচন কমিশন। কিন্তু দুই রকম রায়! মুফতি ফয়জুল করিম সাহেব—মনোনয়ন বাতিল। ইশরাক হোসেন—মনোনয়ন বৈধ, নির্বাচনের মাঠে এগিয়ে। প্রশ্ন জাগে—দোষটা কার? আইনটির? নাকি তার প্রয়োগকারীর? আমরা কি এমন রাষ্ট্র চাই, যেখানে আইন একজনের জন্য কঠোর, আর আরেকজনের জন্য নমনীয়? নাকি আগে পরিচয় দেখি, তারপর বিচার? যদি বিচারব্যবস্থা মানুষের মুখ, দল বা মত দেখে সিদ্ধান্ত দেয়, তাহলে সেটাকে কি আসলে “বিচার” বলা যায়? আজ একজন আলেম প্রশ্নের মুখে পড়েন, কাল হয়তো আপনি-আমি! ভুলে যাবেন না—বিচার ব্যবস্থার ন্যায়বিচারই একটি রাষ্ট্রের স্তম্ভ। সেই স্তম্ভে যদি ফাটল ধরে, তবে ক্ষতিগ্রস্ত হয় গোটা জাতি।

Post a Comment

Previous Post Next Post